

এবিএনএ: পুরনো ঢাকায় রাসায়নিক গুদাম উচ্ছেদের অভিযানে স্থানীয় ব্যবসায়ী ও বাড়ি মালিকদের বাধায় স্থগিত হওয়া অভিযান আবার শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) টাস্কফোর্স। শনিবার সকালে টাস্কফোর্স বকশি বাজারের জয়নাগ রোডে কেমিক্যাল গুদাম উচ্ছেদ অভিযানে গেলে বাধার মুখে পড়ে। এক পর্যায়ে মালিকদের তোপের মুখে অভিযান স্থগিত করা হয়। পরে খবর পেয়ে ডিএসসিসি মেয়র সাঈদ খোকন ঘটনাস্থলে যান। পরে দুপুর আড়াইটার দিকে মেয়রের নেতৃত্বে ফের অভিযান শুরু হয়।এর আগে বেলা দেড়টার দিকে চকবাজার থানা পুলিশ জানায়, টাস্কফোর্স জয়নাগ রোডের একটি আবাসিক ভবনে কেমিক্যালের গুদাম খুঁজে পায়। ভবনটির বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার সময় এলাকার ব্যবসায়ীরা স্লোগান দিতে থাকে এবং তাদের তোপের মুখে অভিযান স্থগিত করতে বাধ্য হয় টাস্কফোর্স।
অভিযান বন্ধের খবর পেয়ে নগরভবনে সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। বলেন ‘আমি যাবো, কে বাধা দেবে আমি দেখবো।’ পরে ডিএসসিসি মেয়র অভিযানস্থলে এলে দুপুর আড়াইটার দিকে ফের অভিযান শুরু হয়। যে কোনও মূল্যে নগর কর্তৃপক্ষ তার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবে উল্লেখ করে কাউকে এক বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না বলেও মেয়র হুশিয়ারি দেন। গত ২০ ফেব্রুয়ারি দিবাগত রাতে রাজধানীর চকবাজারের চূড়িহাট্টায় ভয়াবহ আগুনের ঘটনায় এ পর্যন্ত ৭১ জনের মৃত্যু হয়েছে। আগুনে দগ্ধ ও আহত আরও কয়েকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন।
চকবাজারে ওই অগ্নিকাণ্ডের ঘটনার রাসায়নিক গুদাম অপসারণের জন্য অভিযানে নামে বিশেষ ডিএসসিসির টাস্কফোর্স। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ অভিযানে পুরনো ঢাকার বিভিন্ন বাড়ি থেকে রাসায়নিক গুদাম সরিয়ে দেওয়া হচ্ছে।