খেলাধুলা

১৮ মার্চ ঢাকা আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি

এবিএনএ : চলতি বছরেই বসছে চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রতিযোগি আট দেশের ১৯টি শহরে ঘুরে বেড়াবে টুর্নামেন্টেরট্রফি। তার অংশ হিসেবে ভ্রমণের পথে ট্রফি বাংলাদেশে আসবে ১৮ মার্চ।
বিশ্বকাপের পর ক্রিকেটের সবচেয়ে বড় আসর চ্যাম্পিয়নস ট্রফি। ১ জুন থেকে ইংল্যান্ডে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের বাকি আর ১০০ দিন। ক্ষণগণনার এই পর্যায়ে মঙ্গলবার হয়ে গেল ট্রফি ভ্রমণের ছক। যে ভ্রমণে প্রতিযোগিতা করতে যাওয়া আট দেশের ১৯টি শহরে ঘুরে বেড়াবে চ্যাম্পিয়নস ট্রফির ট্রফি। ভ্রমণের পথে ট্রফি বাংলাদেশে আসবে ১৮ মার্চ।
ট্রফিটি থাকবে চার দিন। ১৮ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত ক্রিকেটপ্রেমীরা দেখতে পাবেন চ্যাম্পিয়নস ট্রফির শিরোপাটি।
‘নিশান ট্রফি ট্যুর’ ২ মার্চ যাত্রা শুরু করবে ভারত থেকে। ২ থেকে ১৫ মার্চ ঘুরবে ভারতের মুম্বাই, বেঙ্গালুরু ও দিল্লি শহরে। দিল্লি থেকে ১৮ মার্চ ট্রফি চলে আসবে ঢাকায়। এর পর ঢাকা থেকে শ্রীলঙ্কা, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া হয়ে ২ মে ট্রফি পৌঁছাবে ইংল্যান্ডে, যেখানে ১ থেকে ১৮ জুন পর্যন্ত হবে ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button