

এবিএনএ : শিগগিরই করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার নিবন্ধন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম। আজ সোমবার (৫ জুলাই) সংবাদমাধ্যমে এমনই তথ্য জানিয়েছেন তিনি বলেন, ‘এ দফায় ৩৫ বছর বয়সীরাও নিবন্ধন করতে পারবেন।’

স্বাস্থ্য অধিদফতরের শনিবারের টিকাবিষয়ক তথ্য বলছে, টিকা নিতে এখন পর্যন্ত মোট ৭২ লাখ ৮২ হাজার ৮৬৯ জন নিবন্ধন করেছেন। তাদের অ্যাস্ট্রাজেনেকার ১ কোটি ১ লাখ ১১ হাজার ৭২২ ডোজ, সিনোফার্মের ৮০ হাজার ৯৮৫ ও ফাইজারের ২ হাজার ৭৪২ ডোজ টিকা দেওয়া হয়েছে।