এবিএনএ: জাতীয় সংসদ নির্বাচনে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছেন দলটির প্রধান ইমরান খান।বুধবার অনুষ্ঠিত পাকিস্তানের নির্বাচনে ২৭২টি আসনের মধ্যে ৯৪.৮৯ শতাংশ আসনের ফল ঘোষিত হয়েছে। এতে পিটিআই লাভ করে ১১০টি আসন। নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) লাভ করে ৬৩টি আসন। তা ছাড়া, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) লাভ করে ৪২টি আসন। এমন ফলের পর পিটিআই প্রধান প্রাক্তন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ইমরান খান শুক্রবার কেন্দ্রীয় সরকার গঠনের কাজ শুরু করেন। তা ছাড়া, পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া প্রদেশেও সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছেন তিনি। এই দুটি প্রদেশে এগিয়ে আছে পিটিআই। কেন্দ্রে একক সরকার গঠনের জন্য প্রয়োজন ১৩৭ আসন। তবে সেটি অর্জন করতে পারেনি পিটিআই। ফলে ইমরান খানকে জোট সরকার গঠনের জন্য এগোতে হবে। সে লক্ষ্যে ইতোমধ্যে যোগাযোগ শুরু করেছে পিটিআই। পিটিআই নেতা জাহাঙ্গীর তারিন মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) এর একাংশের নেতা খালিদ মকবুল সিদ্দিকীর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেছেন। এমকিউএমের এই অংশ ও প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলওয়াল ভুট্টোর পিপিপি শুক্রবার মুত্তাহিদা মজলিস-ই-আমল (এমএমএ) এর আহ্বান করা নির্বাচন বাতিল চেয়ে বহু দলীয় সংবাদ সম্মেলনে যোগ দেয়নি। পিটিআইয়ের মুখপাত্র ফায়াদ চৌধুরী দাবি করে বলেন, ‘এখন পর্যন্ত পিটিআই জাতীয় সংসদের ২৭০টি আসনের মধ্যে ১৩৭টি আসন পেয়েছে। ফলে তারা সহজেই কেন্দ্রীয় সরকার গঠন করতে পারবে।’ তিনি আরো দাবি করেন, পাঞ্জাব প্রদেশে পিটিআই ১৩০টি আসন পেয়েছে। আর পিএমএল-এন পেয়েছে ১২৭টি আসন। তাই পাঞ্জাবেও পিটিআই সরকার গঠন করবে। ফায়াদ চৌধুরী বলেন, ‘আমরা পাঞ্জাবে অবশ্যই সরকার গঠন করব। আমরা ২১ জন স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে যোগাযোগ রাখছি।’ পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়ার পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, জানতে চাইলে তিনি বলেন, ‘সেটি আমাদের পিটিআই চেয়ারম্যান ইমরান খান নির্ধারণ করবেন।’ ফায়াদ চৌধুরী আরো জানান, পিটিআই বেলুচিস্তানে জোট সরকার গঠনের কথা চিন্তা করছে।
Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali,Managing Editor : Khondoker Niaz Ikbal,
Executive Editor : Mehedi Hasan,E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount, Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag,
2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka.
Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Copyright © 2025 America Bangladesh News Agency. All rights reserved.