

এবিএনএ : কক্সবাজারের টেকনাফের ওয়ার্ড কাউন্সিলর একরামুল হক একরাম গুলিতে নিহত হওয়ার ঘটনায় তদন্ত হচ্ছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। শনিবার (২ জুন) সকালে রাজধানীর শেরে বাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে(বিআইসিসি)নারীদের জন্য এসি বাস সার্ভিস উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। এসময় ওবায়দুল কাদের বলেন, নিহতের পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। যদি কেউ জড়িত থাকে, তার যথোপযুক্ত বিচার হবে। আমরা দেখছি পাশাপাশি র্যাবও তদন্ত শুরু করেছে। যারা এই ঘটনার সাথে জড়িতদের শাস্তির আওতায় আনা হবে।মাদকের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে নিরীহ মানুষ হামলার শিকার হলে সরকার কাউকে ছাড় দেবে না- এমনটা জানিয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দেশে সুনামির মতো ইয়াবা আসছে। সারা দেশের মানুষ আমাদের অভিযানে সহায়তা করছে। তবে প্রধানমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছেন কেউ যদি নিরপরাধ মানুষকে মাদক বিক্রেতার নাটক সাজায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, নগরীতে নারীদের জন্য চালু হলো ৩৬ অাসন বিশিষ্ট ‘দোলন চাঁপা’ বাস সার্ভিস। প্রতীকীভাবে দুইটা বাস চালু করা হলো। অাগামী দুই মাসের মধ্যে অারও ৮টি বাস চালু করা হবে।
বাসটিতে প্রাথমিক চিকিৎসা, সিসিটিভিসহ নিরাপদ ও অারামদায়ক ব্যবস্থা অাছে। বাসগুলো মিরপুর সার্কেল থেকে অাজিমপুর, মিরপুর ১২ থেকে মতিঝিল রুটে চলাচল করবে। ভারতীয় ভলভো অাইশার ভেহিকল লিমিটেডের বাসটিতে মিরপুর ১২ থেকে মতিঝিল পর্যন্ত ৩০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।