

এবিএনএ: মোরেলগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন সোমবার বিকেল ৪টায় এসএম কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খেলার উদ্বোধন করেন। বঙ্গমাতা ফুটবলে ১/০ গোলে শ্রেণিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গবন্ধু গোল্ডকাপে গাজীরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ১/০ গোলে চ্যাম্পিয়ন হয়। রানার আপ হয় যথাক্রমে পূর্ব খাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গুলিশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই আলম বাচ্চু এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান। দুটি খেলাই পরিচালনা করেন রোকোনুজ্জামান উজ্জল। এ সময়ে অন্যান্যের মধ্যে অধ্যক্ষ সাহাবুদ্দিন তালুকদার, উপজেলা শিক্ষা অফিসার আশীষ কুমার নন্দী, থানার ওসি ঠাকুর দাস মন্ডল, ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, চেয়ারম্যান মাহমুদ আলী, আব্দুর রহিম বাচ্চু, আকরামুজ্জামান, মোর্শেদা আকতার, জাহাঙ্গীর আলম বাদশা, মাস্টার আবুল খায়ের, রেজাউল করিম নান্না, আসাদুজ্জামান মিলন, যুবলীগ আহ্বায়ক মোজাম্মেল হক মোজাম, আসাদুজ্জামান বিপু, আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়াও সহকারি শিক্ষা অফিসার বিশ্বজিৎ কর্মকার, সুবীর কুমার ঘোষ, মনিরুল ইসলাম, জাকির হোসেন, অসিম কুমার কর্মকার, শর্মিষ্ঠা মন্ডল, প্রধান শিক্ষক কামরুল ইসলাম বাবলু, হোসনেয়ারা হাসি, ওমর ফারুক, মো. নাছির হাওলাদার, রেহেনা রিয়া, হাওলাদার এনছান উদ্দিনসহ সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগন উপস্থিত ছিলেন।