এবিএনএ: মিয়ানমারের রাখাইনে মানবিক করিডর দেওয়ার সিদ্ধান্ত নির্বাচিত সংসদের মাধ্যমেই আসা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, "সরকার রোহিঙ্গাদের জন্য মানবিক করিডর দেওয়ার বিষয়ে জনগণ বা রাজনৈতিক দলগুলোকে কিছুই জানায়নি। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে তা অবশ্যই নির্বাচিত সংসদ থেকেই আসতে হবে।"
বৃহস্পতিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন।
তারেক রহমান আরও বলেন, "সবার আগে বাংলাদেশের জাতীয় স্বার্থ—এটিই হতে হবে আমাদের একমাত্র লক্ষ্য।" তিনি অভিযোগ করেন, সরকার গোপনে বিভিন্ন চুক্তি ও পদক্ষেপ নিচ্ছে, যার ফলে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়ছে।
দেশে চলমান রাজনৈতিক সংস্কার প্রসঙ্গে তারেক রহমান বলেন, "দেশে এখন সংস্কার নিয়ে শোরগোল চলছে। কিন্তু সেই কর্মযজ্ঞে শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর কোথায়?" তিনি মনে করেন, জনগণের কথা শুনতে পারে কেবল একটি নির্বাচিত সরকার ও সংসদ।
তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের একটি অংশ সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে রাজনৈতিক ঐক্যে বিভেদ সৃষ্টি করতে চায়। তবে তিনি স্পষ্ট করে বলেন, “সংস্কার এবং নির্বাচন—উভয়ই প্রয়োজন।”
তারেক রহমান অন্তর্বর্তী সরকারের প্রতি অনির্দিষ্টকালের সমর্থন বজায় রাখার যৌক্তিকতা নেই বলেও মন্তব্য করেন। তিনি বলেন, “কোনও ব্যক্তি বা গোষ্ঠীর ক্ষমতার সুপ্ত বাসনা যেন স্বৈরাচারের পথে ঠেলে না দেয়।”
তারেক রহমান বলেন, "১৮ কোটির দেশ বাংলাদেশে আট কোটির বেশি মানুষ শ্রমজীবী। এই শ্রমিকদের অবহেলা করে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব নয়।"
‘মে দিবস দিচ্ছে ডাক, বৈষম্য নিপাত যাক’ স্লোগানে শুরু হওয়া এই শ্রমিক সমাবেশে রাজধানীর ফকিরাপুল থেকে কাকরাইল পর্যন্ত হাজারো শ্রমিক জড়ো হন। লাল টুপি ও গেঞ্জি পরা শ্রমিকরা ‘দুনিয়া মজদুর এক হও, লড়াই করো’ এবং ‘অবিলম্বে সংসদ নির্বাচন চাই’—এই স্লোগানে মুখর ছিলেন।
সমাবেশে জাতীয়তাবাদী শ্রমিক দল ১২ দফা দাবি তুলে ধরে, যার মধ্যে উল্লেখযোগ্য:
অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন
ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার
ডে-কেয়ার সেন্টার স্থাপন
বন্ধ শিল্প কারখানা চালু
আউটসোর্সিং বন্ধ করে স্থায়ী পদ সৃষ্টি
শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিতকরণ
শ্রমিক নির্যাতন ও হত্যার বিচার
নারী শ্রমিকদের মাতৃত্বকালীন সুরক্ষা
জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা
বৈষম্যহীন জাতীয় পে-স্কেল
জরুরি পরিষেবা আইনসহ সব কালাকানুন বাতিল
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ
সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। এতে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, যুবদল, কৃষক দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা।
Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali,Managing Editor : Khondoker Niaz Ikbal,
Executive Editor : Mehedi Hasan,E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount, Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag,
2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka.
Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Copyright © 2025 America Bangladesh News Agency. All rights reserved.