আইন ও আদালতবাংলাদেশলিড নিউজ

ছেড়ে দেয়া হলো দাউদ মার্চেন্টকে

এবিএনএ : মুম্বাইয়ের অপরাধ জগতের ডন দাউদ ইব্রাহিমের ভাতিজা দাউদ মার্চেন্ট ওরফে আব্দুর রউফ মার্চেন্টকে রবিবার সন্ধ্যায় কেরাণীগঞ্জ কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে।
সোমবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দাউদ মার্চেন্টদের সাজার মেয়াদ শেষ হয়ে গেছে বলে তাকে ছেড়ে দেয়া হয়েছে।
২০০৯ সালেল ২৭ মে ব্রাহ্মণবাড়িয়া থেকে অণুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক দাউদ মার্চেন্টকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে। তার বিরুদ্ধে দায়ের করা দুটি মামলার সাজার মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। পরবর্তীতে তাকে কারাগার থেকে মুক্তি দেয়া হলে ৫৪ ধারায় তাকে আবার আটকাদেশ দেয়া হয়।
গত ৩ নভেম্বর আদালত থেকে তার ৫৪ ধারার আটকাদেশ বাতিল করে তাকে মুক্তির নির্দেশ দেয়া হয়। ওই নির্দেশেই রবিবার সন্ধ্যায় কেরাণীগঞ্জ কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়।
উল্লেখ্য, দাউদ মার্চেন্ট মুম্বাইয়ের সঙ্গীত পরিচালক গুলশান কুমার হত্যাকাণ্ড মামলায় যাবজ্জীবন কারাদণ্ডদেশ পেয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button