এবিএনএ : ত্রয়োদশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ১৩ মে অনুষ্ঠিত হবে। ওইদিন সকালে কলেজ পর্যায়ের এবং বিকালে স্কুল পর্যায়ের পরীক্ষা নেয়া হবে। শিক্ষক নিবন্ধন পরীক্ষা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে অনুষ্ঠিত হয়ে থাকে। সংস্থাটি ৬ মে এ দুটি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু বিভিন্ন এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে পরীক্ষার তারিখ পেছানো হয়। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্কুল-২ ও স্কুল পর্যায়ের প্রিলিমিনারি টেস্ট ১৩ মে বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আর কলেজ পর্যায়ের প্রিলিমিনারি টেস্ট একইদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত নেয়া হবে। এবার ২০টি জেলায় এ প্রিলিমিনারি টেস্ট নেয়া হবে। উত্তীর্ণদের ১২ ও ১৩ আগস্ট আটটি বিভাগীয় শহরে লিখিত পরীক্ষা নেয়া হবে।
Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali,Managing Editor : Khondoker Niaz Ikbal,
Executive Editor : Mehedi Hasan,E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount, Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag,
2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka.
Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Copyright © 2025 America Bangladesh News Agency. All rights reserved.