এ বি এন এ : গর্ভপাত নিষিদ্ধ করে সরকারের নতুন প্রস্তাবের বিরুদ্ধে ধর্মঘট পালন করছেন পোল্যান্ডের নারীরা। ধর্মঘটের অংশ হিসেবে নারীরা কাজে যাচ্ছেন না, যাচ্ছেন না স্কুল-কলেজে এমনকি ঘরের কোনো কাজও তারা করবেন না।
সোমবার সকাল থেকেই রাজধানী ওয়ারশতে বিক্ষোভকারীরা কালো কাপড় পড়ে মিছিলে অংশ নেন। তারা দিনটির নাম দিয়েছেন ব্ল্যাক মানডে অর্থাৎ কালো সোমবার। ইতোমধ্যেই ধর্মঘটে যোগ দিয়ে নিজেদের দোকানপাট বন্ধ রেখেছে বহু প্রতিষ্ঠানও।
আইসল্যান্ডে ১৯৭৫ সালে পালিত সর্বাত্মক নারী ধর্মঘটের মতই পালন হচ্ছে এই কর্মসূচি। তবে দেশটির বড় শহরগুলোর বাইরের এলাকাগুলোতে এই কর্মসূচি কতটা পালিত হচ্ছে সেটা জানা যায়নি।
এই কর্মসূচীর বিপরীতে অবশ্য পোল্যান্ডের বিভিন্ন অঞ্চলে গর্ভপাত বিরোধী বিক্ষোভও চলছে। তবে গর্ভপাতকে পুরোপুরি নিষিদ্ধ করার প্রস্তাব প্রথম এসেছিল স্টপ অ্যাবরশন নামে একটি গ্রুপের পক্ষ থেকে। এরপর বিষয়টি নিয়ে পার্লামেন্টে বিতর্ক অনুষ্ঠিত হয়।
পার্লামেন্টে ওই আইনটি পাশ হলে আদালত সেই সব নারীদের পাঁচ বছরের কারাদণ্ড দিতে পারবে, যারা গর্ভপাত করাবেন। যেসব চিকিৎসক এ প্রক্রিয়ায় সহায়তা করবেন তাদেরও শাস্তির আওতায় আনা যাবে।
তবে আইনটির বিপক্ষের লোকজন বলছেন, আইনটি পাস হলে কোন নারীর অনিচ্ছাকৃত বা দুর্ঘটনাবশত গর্ভপাত ঘটলে সেটিও তদন্ত করে দেখা হবে। ফলে আইনটির অপব্যবহারের আশংকা রয়েছে।
Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali,Managing Editor : Khondoker Niaz Ikbal,
Executive Editor : Mehedi Hasan,E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount, Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag,
2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka.
Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Copyright © 2025 America Bangladesh News Agency. All rights reserved.