

এবিএনএ : রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকার পদ্মার চর আলাতুলি গ্রামের ওই জঙ্গি আস্তানায় দুটি লাশ পড়ে থাকার খবর পাওয়া গেছে। এদিকে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে ১২ সদস্যের বোম্ব ডিসপোজাল টিম সেখানে পৌঁছেছে।
এ খবর নিশ্চিত করেছেন রাজশাহী র্যাব-৫ এর মিডিয়া উইয়িংস এর পরিচালক মুফতি মাহমুদ। তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে বাসার মধ্যে দুটি মরদেহ পড়ে আছে।’ এ বিষয়ে র্যাব রাজশাহী-৫ এর পরিচালক মুফতি মাহমুদ মঙ্গলবার সকাল নয়টার দিকে সাংবাদিকদের জানান, র্যাব সদস্যরা রাত থেকে ঘিরে রাখে বাড়িটি। এরপর থেকে জঙ্গিদের বারবার আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। কিন্তু বাড়ির ভিতর থেকে দুই দফায় বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। জঙ্গি আস্তানায় আরও বিস্ফোরক থাকতে পারে। বিস্তারিত আবারও পরে জানাবেন বলেও জানান র্যাবের ওই কর্মকর্তা।
এর আগে মঙ্গলবার ভোর ৪টা থেকে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়িটি ঘিরে রাখে র্যাব-৫। এদিকে জঙ্গি আস্তানায় অভিযান চালাতে ঢাকা থেকে রওনা দিয়েছে সোয়াট সদস্যরা। রাজশাহী র্যাব-৫-এর অধিনায়ক লে. কর্নেল মাহাবুব আলম জানান, জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হলে বাড়ির ভেতর থেকে র্যাবকে লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ ও গুলি করে। এ সময় র্যাবও পাল্টা গুলি চালায়। এরপর বাড়িটিতে আগুন লেগে যায়। এ ঘটনায় ওই বাড়ির মালিক রাসিকুলসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।