বিনোদন

নারীর সঙ্গে ক্রিস্টেনের ডেটিং!

এ বি এন এ : ‘টুইলাইট’ ছবি দিয়ে হলিউডে ব্যাপক সফলতা পান ক্রিস্টেন স্টুয়ার্ট। এ ছবির পর একে একে অনেক ছবির মাধ্যমেই প্রশংসিত হয়েছেন তিনি। পাশাপাশি বেশ কজন অভিনেতার সঙ্গেই তার প্রেমের গুঞ্জনও অনেকবার সংবাদে পরিণত হয়েছে। তবে এবার যেন উল্টো পথে চলছেন এ অভিনেত্রী। এক নারীর সঙ্গে ডেটিং করছেন তিনি। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। সেই নারীকে নিজের গার্লফ্রেন্ড বলে পরিচয়ও করিয়ে দিচ্ছেন সবার সঙ্গে। তার নাম এলিসিয়া কার্গিল। ক্রিস্টেন ও এলিসিয়া এরই মধ্যে বেশ ঘনিষ্টও হয়ে উঠেছেন। শুধু তাই নয়, নিজেদের এই সম্পর্ক লুকাতেও রাজী নন তারা। বরংচ খোলামেলা ডেটিং করছেন। সম্প্রতি একটি রেস্টুরেন্টে তাদের একসঙ্গে আবিস্কার করা যায়। সেখানে তারা একসঙ্গে রোমান্টিক লাঞ্চ করেছেন। শুধু তাই নয়, এ সময় একে অপরকে জড়িয়ে ধরেছিলেন তারা। ক্রিস্টেন স্টুয়ার্ট এর ঘনিষ্ঠ এক বন্ধু জানিয়েছে, এলিসিয়ার সঙ্গে ক্রিস্টেনের শারিরীক সম্পর্কও রয়েছে। এমনকি সারা জীবন একসঙ্গে থাকার পরিকল্পনা করেছেন তারা। ক্রিস্টেন স্টুয়ার্ট সম্প্রতি জানিয়েছেন, আমি এলিসিয়ার সঙ্গ খুব উপভোগ করি। যে কোন পুরুষের চাইতে তার সঙ্গ আমাকে বেশি আনন্দ দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button