

এবিএনএ: রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজিত মে দিবসের সমাবেশ জনস্রোতে রূপ নিয়েছে। শুধু শ্রমিকদের দাবি-দাওয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে, এই সমাবেশে একটি রাজনৈতিক বার্তাও স্পষ্ট হয়ে উঠছে বলে মনে করছেন অনেকেই।
বৃহস্পতিবার (১ মে) দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরুর কথা থাকলেও দুপুর সাড়ে ১২টার মধ্যেই নয়াপল্টন এলাকায় বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হন। ঢাকার বিভিন্ন এলাকা ও আশপাশের জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে যোগ দেয় মূল সমাবেশে। আয়োজকদের দাবি, দুপুর নাগাদ প্রায় ২৫ থেকে ৩০ হাজার নেতাকর্মী উপস্থিত হন।
জাতীয়তাবাদী শ্রমিক দলের এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সমাবেশস্থলে দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আহ্বায়ক হেলাল খান এবং সদস্যসচিব জাকির হোসেন রোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মঞ্চে জাসাসের শিল্পীরা পরিবেশন করছেন দেশাত্মবোধক গান ও গণসংগীত। এতে গোটা এলাকায় আন্দোলনমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই সমাবেশ কেবল শ্রমজীবী মানুষের দাবির প্ল্যাটফর্ম নয় — বরং একটি বড় রাজনৈতিক শক্তি প্রদর্শনের অংশ হিসেবেও তা বিবেচিত হচ্ছে।