খেলাধুলালিড নিউজ

সাকিব-মুশফিকের শতরানের জুটি

এবিএনএ : দুর্দান্ত ব্যাটিং করেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উড়ন্ত সূচনার পর সেই ধারাবাহিকতা বজায় রাখেন সাকিব-মুশফিক।

উদ্বোধনী জুটিতে ৮.২ ওভারে ৬০ রান করেন দুই ওপেনার সৌম্য সরকার ও তামিম ইকবাল।এরপর ১৫ রানের ব্যবধানে ফেরেন দুই ওপেনার। দলীয় ৭৫ রানে দুই ওপেনারের বিদায়ের পর হাল ধরেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।তৃতীয়উইকেটেশতরানের জুটি গড়েন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৩৩ওভারের খেলা শেষে ২ উইকেট হারিয়ে ২০৭রান। ৬৭ও ৬৯রানে ব্যাট করছেন সাকিব-মুশফিক।

রোববার ইংল্যান্ডের ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এ ম্যাচের মধ্য দিয়ে শুরু হলো বাংলাদেশের বিশ্বকাপ মিশন।

চোট নিয়ে খেলতে নেমে প্রত্যাশিত ব্যাটিং করতে পারেননি তামিম ইকবাল। ইনিংসের শুরু থেকে সৌম্য সরকার একের পর এক বাউন্ডারি হাঁকালেও অন্য প্রান্ত আগলে রেখে ব্যাট করেন তামিম।

কিন্তু আন্দিলে ফিলোকাওয়ের গতির বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে ফেরেন দেশসেরা ওপেনার। তার আগে ২৯ বলে দুটি চারের সাহায্যে ১৬ রান করেন তামিম।

দলীয় ৭৫ রানে ক্রিস মরিসের বাউন্সি বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে বিপদে পড়েন দুর্দান্ত খেলতে যাওয়া সৌম্য সরকার। ক্রিস মরিসের করা বলটি সৌম্যর মাথার ওপর দিয়ে যাচ্ছিল।

উড়ে আসা সেই বলটি সৌম্যর গ্লাভসে চুমু খেয়ে উইকেটেকিপার কুইন্টন ডি ককের গ্লাভসে জমা পড়ে। সামনে পড়া বলটিকে দুর্দান্ত ক্যাচে পরিণত করেন ডি কক।

সাজঘরে ফেরার আগে ৩০ বলে ৯টি চারের সাহায্যে ৪২ রান করেন সৌম্য সরকার।

ইনিংসের শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করেন সাকিব আল হাসান। ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নেমে একের পর এক বাউন্ডারি হাঁকান সাকিব। ক্রিস মরিসকে বাউন্ডারি হাঁকানোর মধ্য দিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ৪৩তম ফিফটি গড়েন সাকিব। তবে ক্রিকেটের তিন ফরম্যাটে সাকিব আল হাসানের এটা ৭৫তম ফিফটি। এছাড়া ১২টি সেঞ্চুরি করেন বাংলাদেশ সেরা এ ক্রিকেটার।

সাকিব আল হাসানের পর ফিফটি গড়েছেন মুশফিকুর রহিম। আন্দিলে ফিলোকাওয়েকে বাউন্ডারি হাঁকানোর মধ্য দিয়ে ওয়ানডে ক্যারিয়ারে ৩৪তম ফিফটি গড়েন মুশফিক। তবে আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকের এটা ৫৭তম ফিফটি। এর আগে ওয়ানডে ও টেস্টে মিলে ১২টি সেঞ্চুরি করেন এ উইকেটকিপার ব্যাটসম্যান।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও মোস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এইডেন মার্করাম, রসি ভ্যান ডার ডুসেন, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), জেপি ডুমিনি, ডেভিড মিলার, ক্রিস মরিস, আন্দিলে ফিলোকাওয়ে, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি ও ইমরান তাহির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button