রাজনীতি

ডাকসু-জাকসু নির্বাচনে জালিয়াতির অভিযোগ, রিজভীর বিস্ফোরক মন্তব্য

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, সরকার সমর্থিত একটি সংগঠনকে জিতাতে নির্বাচনে অনিয়ম ও কারসাজি হয়েছে।

এবিএনএ:  ডাকসু ও জাকসু নির্বাচনকে ঘিরে নতুন করে অনিয়মের অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দাবি করেন, পরিকল্পিত কারসাজি ও জালিয়াতির মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি নির্দিষ্ট সংগঠনকে জয়ী করেছে।

রিজভী অভিযোগ করেন, সরকারের প্রভাবশালী মহলের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সচেতনভাবে একচেটিয়া ফল নিশ্চিত করতে ভূমিকা রেখেছেন। তিনি আরও প্রশ্ন তোলেন, জাকসু নির্বাচনের ব্যালট পেপার কেন একটি রাজনৈতিকভাবে সম্পৃক্ত প্রতিষ্ঠানে ছাপানো হলো।

রবিবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ডিইবি’র অভিষেক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে যারা নির্যাতনের সঙ্গে যুক্ত ছিলেন, তারা এখন জামায়াতে যোগ দিচ্ছেন। তার মতে, জাতীয়তাবাদী শক্তিকে দমন করতে সরকারের গভীর নীলনকশা বাস্তবায়ন করা হচ্ছে।

রিজভী সতর্ক করেন, দেশের যে নতুন শক্তির উত্থান ঘটছে, তা গণতন্ত্র ও ধর্মপ্রাণ মানুষের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, সরকারের একটি অংশ সরাসরি জামায়াতকে পৃষ্ঠপোষকতা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button