টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান, দুবাইয়ে শুরু ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ লড়াই
রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও এশিয়া কাপে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী, অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে ভারত ও পাকিস্তান।


এবিএনএ: এশিয়া কাপের বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচে টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ শুরু হয়েছে এই হাইভোল্টেজ লড়াই।
গত চার বছরে একাধিকবার মুখোমুখি হলেও এবারের দ্বন্দ্ব অন্যরকম। দুই দেশের রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালেও ক্রিকেট মাঠে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে। ভারতের পেহেলগাম এলাকায় হামলার ঘটনায় এবারের এশিয়া কাপ আয়োজন নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সেই শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে নির্ধারিত ভেন্যুতেই।
টসের পর পাকিস্তানের অধিনায়ক সালমান আঘা বলেন, উইকেট ধীর মনে হওয়ায় শুরুতে ব্যাট করে বড় রান তুলতে চান তারা। অন্যদিকে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব জানান, সুযোগ পেলে তিনি আগে বোলিং নিতে চাইতেন।
অপরিবর্তিত একাদশ নিয়েই নেমেছে দুই দল।
ভারতের একাদশ: অভিষেক শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, সানজু সামসন, শিভাম দুবে, হার্ডিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী।
পাকিস্তানের একাদশ: সাইম আয়ূব, শাহিবজাদা ফারহান, মোহাম্মদ হারিস, ফখর জামান, সালমান আঘা, হাসান নওয়াজ, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, সুফিয়ান মুকিম, আরবার আহমেদ।
দর্শক ও সমর্থকদের চোখ এখন দুবাই স্টেডিয়ামের দিকে, যেখানে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সংঘর্ষ আবারও রোমাঞ্চ ছড়াচ্ছে ক্রিকেট দুনিয়ায়।