জাতীয়বাংলাদেশলিড নিউজ

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১ টাকা কমালো সরকার

এবিএনএ: মে মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ১ টাকা কমিয়েছে সরকার। আজ বুধবার সন্ধ্যায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

নতুন মূল্যে ডিজেল ও কেরোসিনের দাম ১০৪ টাকা, অকটেন ১২৫ টাকা এবং পেট্রোল ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে। মার্চ ও এপ্রিল মাসে এসব জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল।

এর আগে ফেব্রুয়ারিতে দাম ১ টাকা বাড়িয়ে ডিজেল ও কেরোসিন ১০৫ টাকা, অকটেন ১২৬ টাকা এবং পেট্রোল ১২২ টাকা করা হয়েছিল।

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সরকার গত বছরের মার্চ থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ ব্যবস্থায় গেছে। সেই অনুযায়ী প্রতিমাসে দাম সমন্বয় করা হচ্ছে—কখনো বাড়ানো, কখনো কমানো কিংবা অপরিবর্তিত রাখা হচ্ছে।

উল্লেখ্য, সর্বপ্রথম গত বছরের ৩১ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার মূল্য সমন্বয়ের মাধ্যমে তেলের দাম কমায়। এরপর প্রতিমাসেই মূল্য সমন্বয়ের ধারা বজায় রেখেছে সরকার।

Back to top button