বাংলাদেশ

করোনায় আবারও প্রাণহানি, ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু ও নতুন শনাক্ত ৩৬

সারা দেশে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার বাড়ছে, মৃতদের মধ্যে তিনজন চট্টগ্রামের

এবিএনএ:  গত ২৪ ঘণ্টায় দেশে ফের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও পাঁচজন প্রাণ হারিয়েছেন। এ সময়ে নতুন করে ৩৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।


রবিবার (২২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৬২১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনা পজিটিভ পাওয়া গেছে ৩৬টি নমুনায়।
মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী। এদের মধ্যে তিনজন চট্টগ্রামের, একজন করে ঢাকা ও রাজশাহীর বাসিন্দা ছিলেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ জুন পর্যন্ত মোট ৫ হাজার ৫৯৮টি নমুনা পরীক্ষা করে ৪৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় প্রাণ হারিয়েছেন ১৬ জন।

সবশেষ এই তথ্য অনুযায়ী, দেশে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৭৮ জনে। এর মধ্যে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫১৫ জনের।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, এখনো করোনার হুমকি পুরোপুরি কেটে যায়নি। তাই জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button