বাংলাদেশ

গোপালগঞ্জে সংঘর্ষে নিহত ৩ জনের মরদেহ কবর থেকে উত্তোলন, তদন্তে নতুন মোড়

গোপালগঞ্জে সংঘর্ষে নিহত রমজান, ইমন ও সোহেলের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে আদালতের নির্দেশে

এবিএনএ:  গোপালগঞ্জে সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় নিহত তিন ব্যক্তির মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে আদালতের নির্দেশে। নিহতরা হলেন—রমজান কাজী, ইমন তালুকদার ও সোহেল রানা।

সোমবার (২১ জুলাই) সকাল ১০টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তারা মরদেহ উত্তোলনের অনুমতির জন্য আদালতে আবেদন করেন। আদালতের নির্দেশ পাওয়ার পর দুপুর ১২টা ৪৫ মিনিটে গোপালগঞ্জ পৌর কবরস্থান থেকে রমজান ও ইমনের মরদেহ উত্তোলন করা হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি ও রন্টি পোদ্দারের উপস্থিতিতে।

একই দিন টুঙ্গিপাড়ার দক্ষিণ কবরস্থান থেকে সহকারী কমিশনার (ভূমি) মো. মারুফ দস্তেগীরের তত্ত্বাবধানে সোহেল রানার মরদেহ উত্তোলন করা হয়।

এই সময় নিহতদের স্বজন, স্থানীয় পুলিশ কর্মকর্তা ও তদন্তকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান জানান, সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তের অংশ হিসেবে আদালতের নির্দেশে এই মরদেহ উত্তোলন করা হয়। পরে প্রত্যেক মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তদন্তে আরও তথ্য সংগ্রহের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে এ ঘটনায় নতুন মোড় আসার সম্ভাবনা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button