জাতীয়বাংলাদেশলিড নিউজ

গাপালগঞ্জের মুকসুদপুরে নৈশকোচ খাদে পড়ে নিহত-৭ : আহত-৩০

এবিএনএ : গোপালগঞ্জে ঢাকা বরিশাল মহাসড়কে মুকসুদপুর উপজেলার বরইতলা নামক স্থানে সুগন্ধা পরিবহনের একটি নৈশকোচ খাদে পড়ে ৭ যাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে কমপক্ষে ৩০ জন। ঘটনাটি ঘটেছে আজ রোব বার রাত আড়াইটার দিকে। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি এজাজুল ইসলাম জানিয়েছেন, গতকাল রাতে ঢাকা থেকে সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবহি নৈশ কোচ বরগুনা যাচ্ছিল। বাসটি রাত আনুমানিক আড়াইটার দিকে মুকসুদপুর উপজেলার বরইতলা নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। এসময় আহত হয় কমপক্ষে ৩০ জন। খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ, ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সহ স্থানীয় জনগনের সহযোগীতায় উদ্ধার কাজ চালানো হয়। গুরুতর আহতদের মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকের কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে আশঙ্খাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজে আরো একজন যাত্রীর মৃত্যু হয়। সড়ক দূর্ঘটনায় হতাহতদের বাড়ি মাদরীপুর, বরিশাল, বরগুনা জেলার বিভিন্ন এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button