প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৭, ২০২৫, ১১:২০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৫, ২০১৭, ৭:৪৯ পি.এম
আফগানিস্তানে চব্বিশ ঘণ্টায় ২৬ জঙ্গি নিহত

এবিএনএ : আফগানিস্তানে চলমান জঙ্গি বিরোধী অভিযানে বিগত ২৪ ঘণ্টায় ২৬ জঙ্গি নিহত ও অপর আটজন আহত হয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার জানায়, পুলিশ ও গোয়েন্দা সংস্থা কর্মকর্তাদের এক ব্যাপক অভিযানে এসব জঙ্গি হতাহত হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘গত ২৪ ঘণ্টায় আফগান জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী দেশের বিভিন্ন অংশে বেশ কয়েকটি যৌথ অভিযান চালায়। এতে ২৬ বিদ্রোহী নিহত ও অপর আটজন আহত হয়েছে।’ বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গ্রুপের সদস্য।
বিবৃতিতে আরো বলা হয়, যৌথবাহিনী দেশের ৩৪টি প্রদেশের মধ্যে ১১টি প্রদেশে এই অভিযানকালে বেশকিছু হালকা ও ভারী গোলাবারুদ উদ্ধার ও জব্দ করে। এ ছাড়া যৌথ বাহিনী অভিযানকালে নয় ব্যক্তিকে গ্রেফতার করে।
Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali,Managing Editor : Khondoker Niaz Ikbal,
Executive Editor : Mehedi Hasan,E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount, Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag,
2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka.
Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Copyright © 2025 America Bangladesh News Agency. All rights reserved.