আমেরিকালিড নিউজ

আটলান্টিক সিটিতে গ্রাম বাংলা ফুড গ্রোসারীর যাত্রা শুরু

আটলান্টিক সিটি থেকে আকবর হোসাইন: গত ৬ অক্টোবর,২০২১ আটলান্টিক সিটিতে যাত্রা শুরু করল গ্রাম বাংলা গ্রোসারী । বর্তমানে আটলান্টিক সিটিতে একটি পাকিস্তানী গ্রোসারী এবং ৫টি বাংলাদেশী গ্রোসারী তাদের ব্যবসা অব্যহত রেখেছে। প্রায় ১০টি গাড়ির পার্কিংসহ গ্রাম বাংলা গ্রোসারী আটলান্টিক সিটির বাংলাদেশী অধ্যুষিত ক্যালিফোনিয়া এবং ফেয়ার মাউন্ট এভিনউর কর্নারে অবস্থিত। আটলান্টিক সিটির বাংলাদেশীদের অধিকাংশই বসবাস করেন জর্জিয়া, টেক্সাস ফ্লোরিডা এবং ক্যালিফোনিয়া এভিনিউতে। গ্রাম বাংলা গ্রোসারীর স্বত্বাধিকারী তোলন হক জানান গত ৫ বছরে সাউথজার্সীতে প্রবাসী বাংলাদেশীদের সংখ্যা বেড়েছে কয়েক গুন।তিনি বলেন মানসম্মত এবং সুলভ মূল্যে পন্য না পাওয়ায় অধিকাংশ বাংলাদেশী ইন্ডিয়ান গ্রোসারীতে গিয়ে বাজার করেন।বাংলাদেশী, পাকিস্তানী এবং ইন্ডিয়ানদের মাঝে মান সম্পন্ন এবং সুলভ মূল্যে পন্য পোঁছে দেওয়ার জন্যই তার এই ক্ষুদ্র প্রয়াস বলে তিনি উল্লেখ করেন। তোলন হক পন্যের মান এবং মূল্যের ব্যাপারে তিনি সবসময় সচেতন থাকবেন। তিনি সাউথজার্সীতে বসবাসরত সকল বাংলাদেশীদেরকে তার গ্রাম বাংলা গ্রোসারী ভিজিট করার জন্য আবেদন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button