জাতীয়বাংলাদেশলিড নিউজ

রাজধানীতে ৭১১ বাসে ই-টিকিটিং চালু হচ্ছে মঙ্গলবার

এবিএনএ: রাজধানীর বিভিন্ন রুটে ই-টিকিটিংয়ের আওতায় আসছে আরও ১৫টি কোম্পানির ৭১১টি বাস। মঙ্গলবার থেকে মোহাম্মদপুর-আজিমপুর রুটে এসব বাস ই-টিকিটের মাধ্যমে যাত্রী পরিবহন করবে। সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর পরিবাগে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ। এ নিয়ে এখন পর্যন্ত রাজধানীতে মোট ৩৭টি কোম্পানির ২ হাজার ৩৫৪টি বাস ই-টিকিটিংয়ের আওতায় এলো।

সংবাদ সম্মেলনে খন্দকার এনায়েত উল্লাহ বলেন, ‘ঢাকা শহর ও শহরতলী রুটের বাসে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়ম দূর করার জন্য আমরা পরীক্ষামূলকভাবে গত ২২ সেপ্টেম্বর মিরপুর ভিত্তিক ঢাকার ৮টি পরিবহন কোম্পানি এবং ১৩ নভেম্বর ২২টি পরিবহন কোম্পানির মোট ১ হাজার ৬৪৩টি গাড়িতে ই-টিকিটিং পদ্ধতি চালু করেছি।’ এই সময়ের মধ্যে ৩০টি কোম্পানির ৭০ শতাংশ থেকে ৭৫ শতাংশ গাড়িতে ই-টিকেটিং পদ্ধতি কার্যকর হয়েছে বলে জানান তিনি।

সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব বলেন, ‘বাকি গাড়িতে ই-টিকিটিং কার্যকর করার লক্ষ্যে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির তিনটি ভিজিল্যান্স টিম প্রতিদিন কাৰ্যক্রম পরিচালনা করছে। এ ছাড়া সমিতি থেকে নিয়োগকৃত নয় জন স্পেশাল চেকার প্রতিদিন রোডে মনিটরিং করছে।’ যেসব গাড়ি এখনো নিয়মের মধ্যে আসেনি তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

Back to top button