

এবিএনএ : বড় কোনো হট্টগোল ছাড়াই শেষ হয়েছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনের ভোটগ্রহণ। এবার চলছে ভোট গণনা। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এ ভোটগ্রহণ। আজ ভোটগ্রহণ শুরুর অনেক আগে থেকেই কেন্দ্রগুলোর সামনে ভিড় জমাতে থাকে ভোটারদের। নারী-পুরুষরা আলাদা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন ভোটকেন্দ্র খোলার। তাদের মধ্যে উৎসবের আমেজ দেখা গেছে। অনিয়মের কারণে খুলনা সিটির দুই কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। এ ছাড়া অন্তত সাতটি কেন্দ্রে হট্টগোল, এজেন্টদের বাধা ও নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের খবর পাওয়া গেছে। আর নৌকা প্রতীকের সমর্থকদের জাল ভোট দেওয়ার ঘটনায় খুলনা সিটির ২২ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে ৮৫টি ব্যালট পেপার বাতিল করা হয়েছে। এই সিটিতে ভোটার চার লাখ ৯৩ হাজার ৯২ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ৪৮ হাজার ৯৮৫ ও নারী দুই লাখ ৪৪ হাজার ১০৭ জন।