আমেরিকা
শুধু ভোটেই নয়, পণ্যরূপেও জনপ্রিয় হিলারি!

এবিএনএ : আমেরিকার শপিং মলগুলোতে এখন ডোনাল্ড ট্রাম্প আর হিলারির ক্লিনটনের ছবি সংবলিত টি-শার্ট বিক্রি হচ্ছে দেদারসে। কোনো কোনো টি-শার্টে আছে দুই প্রার্থীরই ছবি। কিছু কিছু টি-শার্ট বেশ মজার। ট্রাম্পের কান টেনে ধরে আছেন হিলারি। ট্রাম্পও টেনে ধরেছেন হিলারির সোনালি চুলের মুঠি। শুধু টি-শার্টই নয়, ডিপার্টমেন্টাল স্টোরগুলো ছেয়ে গিয়েছে নতুন ধরনের কলম, বটল ওপেনার, এয়ার পিলো, ব্যাজ থেকে শুরু করে, পুলওভার, উইন্ডচিটার এমনকি হাওয়াই চপ্পলে।সব পণ্যেই নির্বাচনী জ্বর। বটল ওপেনারটায় ট্রাম্পের হাঁ করা মুখ। কলমে হিলারির ছবি। ছোট ছোট ব্যাজে ট্রাম্প, ক্লিনটনের নির্বাচনী স্লোগান। তবে হিলারির ছবি সংবলিত পণ্যই নাকি বিক্রি হচ্ছে বেশি। বিক্রেতারা জানান, হিলারি জিততে যাচ্ছেন। তাই তিনিই বেশি জনপ্রিয়।
Share this content: