ঈদে কোরবানির চামড়ার দাম বেড়েছে, গরুর চামড়ায় প্রতি বর্গফুটে ৫ টাকা বেশি
ঈদুল আজহাকে সামনে রেখে গরু, খাসি ও বকরির চামড়ার নতুন মূল্য নির্ধারণ করলো সরকার, রপ্তানির নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছে।


এবিএনএ:
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ২০২৫ সালের কোরবানির পশুর চামড়ার নতুন দাম ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এবার গরুর চামড়ার মূল্য প্রতি বর্গফুটে ৫ টাকা বাড়ানো হয়েছে, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। একই সঙ্গে, খাসি ও বকরির চামড়ার দামেও দেখা গেছে পরিবর্তন — দুটিরই দাম বেড়েছে ২ টাকা করে।
রবিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এ তথ্য জানান। তিনি বলেন, ঢাকার মধ্যে প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ৬০ থেকে ৬৫ টাকা এবং ঢাকার বাইরে ৫৫ থেকে ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া, ঢাকায় কাঁচা গরুর চামড়ার সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৫০ টাকা এবং ঢাকার বাইরে সেটি ১ হাজার ১৫০ টাকা।
খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়া ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছে।
চামড়া শিল্পে চাহিদার ঘাটতি দেখা দিলে সরকার কাঁচা চামড়া রপ্তানির অনুমতি দেবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। পূর্বের যে রপ্তানি নিষেধাজ্ঞা ছিল, সেটি এই বছর তুলে নেওয়া হয়েছে।
চামড়া সংরক্ষণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার এবছর ৩০ হাজার টন লবণ বিনামূল্যে সরবরাহ করবে দেশের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায়। এছাড়া, চামড়ার মান রক্ষা ও বাজার স্থিতিশীল রাখতে ঈদের পর ১০ দিন পর্যন্ত ঢাকার বাইরে থেকে কোনো কাঁচা চামড়া রাজধানীতে প্রবেশ করতে দেওয়া হবে না।
সরকার আশা করছে, এই উদ্যোগগুলো চামড়ার ন্যায্য দাম নিশ্চিত করবে এবং সংশ্লিষ্ট খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।