জাতীয়বাংলাদেশলিড নিউজ

১২ জেলায় নতুন ডিসি

এবিএনএ : দেশের ১২টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্ম-সচিব) রাব্বী মিয়াকে নারায়ণগঞ্জে, যুগ্ম সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারকে গোপালগঞ্জে, যুগ্ম সচিব বেগম উম্মে সালমা তানজিয়াকে ফরিদপুর, যুগ্ম সচিব ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীরকে গাজীপুরে, যুগ্ম সচিব বেগম কামরুন নাহার সিদ্দিকাকে সিরাজগঞ্জে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া যুগ্ম সচিব বেগম শায়লা ফারজানাকে মুন্সিগঞ্জে, যুগ্ম সচিব মো. শওকত আলীকে রাজবাড়ীতে, যুগ্ম সচিব তপন কুমার বিশ্বাসকে বাগেরহাটে, যুগ্ম সচিব ড. সুভাষ চন্দ্র বিশ্বাসকে ময়মনসিংহে, যুগ্ম সচিব মো. আব্দুল আওয়ালকে যশোরে, যুগ্ম সচিব মো. তোফায়েল ইসলামকে মৌলভীবাজারে এবং যুগ্ম সচিব এনামুল হাবিবকে রংপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে, গত ১১ জুন ১৯ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়।

নতুন ডিসির তালিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button