

এবিএনএ : আসছে মঙ্গলবার মন্ত্রিসভায় পরিবর্তন হতে যাচ্ছে। এত মন্ত্রী হচ্ছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও লক্ষ্মীপুর-৩ আসন থেকে নির্বাচিত সরকার দলীয় সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল।জানা গেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের মৃত্যুতে তার দায়িত্ব পেতে চলেছেন প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। ওদিকে টানা দুইবার ক্ষমতায় আসার পর এবারই প্রথম আওয়ামী লীগ থেকে মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন লক্ষীপুরের কোনো সংসদ সদস্য। সে সুবাদে আগামীকাল সন্ধ্যায় শাহজাহান কামালকে বঙ্গভবনে যেতে বলা হয়েছে। জানতে চাইলে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, আমাকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন দিয়ে মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রী হিসেবে বঙ্গভবনে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।গত ১৬ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক মারা যান। প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এখন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে দায়িত্বরত।অপরদিকে শাহাজাহান কামাল বলেন, আমাকে ডাকা হয়েছে। আগামীকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় বঙ্গবভনে উপস্থিত থাকতে বলা হয়েছে।এছাড়া আরও দু’একটি মন্ত্রণালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রী রদবদল হচ্ছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে। সূত্র জানায়, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তফা জব্বার ও রাজবাড়ি-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী ডাকা হয়েছে। মন্ত্রিপরিষদে রদবদলের লক্ষ্যে তাদের ডাকা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মোস্তফা জব্বার সাংসদ নন। তাকে টেকনোক্র্যাট মন্ত্রী করা হতে পারে। তবে শাহাজাহান কামালকে ডাকা হলেও মন্ত্রিপরিষদ সচিব নারায়ণ চন্দ্র চন্দ ছাড়া আর কারও বিষয় নিশ্চিত করেননি।