বিনোদন

জন্মদিনের পার্টিতে নগ্ন কিম!

এবিএনএ : সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে লাইমলাইটে কিভাবে টেনে আনতে হয় তা খুব ভালো করেই জানেন অভিনেত্রী কিম কার্দাশিয়ান। সেটা বিতর্কিত কমেন্ট হোক বা বোল্ড ফটো শুট। সম্প্রতি এমনই এক কাণ্ড ঘটালেন তিনি। মায়ামিতে বোন কোর্টনির৩৭তম জন্মদিনের পার্টিতে এমন কিছু ছবি কিম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন যা দেখে বিস্ময়ে অবাক ওয়েব দুনিয়া।

অনেকটা নগ্ন অবস্থাতেই এসব ছবিতে দেখা গেছে তাকে। শুধু কোর্টনির জন্মদিন পালন নয়, একেবারে পুরো সপ্তাহ ছুটি কাটিয়ে ফিরেছে কার্দাশিয়ান পরিবার। এ বিষয়ে কিম বলেন, এ কদিন আমি একদম হাউস ওয়াইফের মতো ছিলাম।

লাঞ্চ হোক বা ডিনার সব কিছু প্রাণভরে এনজয় করেছি। মিয়ামি বিচে ঘুরে বেড়িয়েছি। অনেক আনন্দময় দিন কেটেছে। এদিকে সব মিলিয়ে কিমের ‘হট মোমেন্ট’ এর ছবি গুলোর কল্যানে এখন হিট তার ওয়েব ওয়াল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button