

এবিএনএ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া বিষয়ক বিশেষ তদন্ত কর্মকর্তা রবার্ট মুলারের প্রতিবেদনে ‘পুরোপুরি দায়মুক্ত’ হওয়ার যে দাবি করেছেন তা প্রত্যাখ্যান করেছেন মুলার।তিনি বলেন, আমার তদন্ত প্রতিবেদনে বিচারে বাধা দেওয়ার অভিযোগ থেকে ট্রাম্পকে পুরোপুরি অব্যাহতি দেওয়া হয়নি। বুধবার মার্কিন কংগ্রেসে শুনানিতে এ কথা বলেন মুলার।
২০১৬ সালে মার্কিন নির্বাচনে রাশিয়ার সংযোগের বিষয়টি অনেক দিন ধরেই আলোচনার কেন্দ্রে। নির্বাচনকে প্রভাবিত করে ডোনাল্ড ট্রাম্পকে জেতাতে রাশিয়া প্রপাগান্ডা ছড়িয়েছিল। এমনটাই আশঙ্কা করছিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। সংস্থাটির পরিচালকের পদ থেকে জেমস কোমিকে বরখাস্তের পর এই তদন্ত মার্কিন প্রেসিডেন্টের দিকে মোড় নেয়। ২০১৭ সালের মে মাসে এ সংক্রান্ত তদন্তের দায়িত্ব পান সাবেক এফবিআই পরিচালক রবার্ট মুলার। মার্চে দেশটির আইনমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন তিনি।
রবার্ট মুলারের তদন্ত প্রতিবেদনে মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের প্রমাণ মিললেও ট্রাম্প ও তার প্রচারণা শিবিরের সঙ্গে ক্রেমলিনের কোনও ‘অপরাধমূলক’ কর্মকাণ্ডের প্রমাণ মেলেনি। মুলার বলেছেন, ট্রাম্পকে অপরাধী প্রমাণের মতো তথ্য তার কাছে নেই। তবে ট্রাম্পকে নিরপরাধ বলে দায়মুক্তিও দেননি তিনি। মুলার বলেন, ট্রাম্প অপরাধ করেছেন কিনা তা বলা কঠিন। কংগ্রেস চাইলে এ নিয়ে নতুন করে তদন্ত করতে পারে। তদন্ত প্রতিবেদনে ট্রাম্পের পরিবারের কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ আনা হয়নি।